এক ঘরে গিন্নি = কর্তৃত্ব
Data added successfully.
আঠার মাসে বছর = দীর্ঘসূত্রিতা
অষ্টকপাল = হতভাগ্য
অগাকাণ্ড = নিরেট বোকা/ নির্বোধ
কেবলমাত্র মেয়েদের জন্য = শুধু মেয়েদের জন্য।
ভাঁড়ে মা ভবানী (হতদরিদ্র) তোমার এই ভাড়ে মা ভবানীর অবস্থার জন্য দায়ী হচ্ছে বেপরোয়া থাকা।
যে মেয়ের বিয়ে হয়নি = কুমারী
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী
যা দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান
তিলে তৈল হয়। = অপাদানে সপ্তমী।
এ বাড়িতে কেউ নেই। = অধিকরণে সপ্তমী।
বাবাকে বড্ড ভয় পাই। = অপাদানে দ্বিতীয়া।
এ সুতায় কাপড় হয় না। = করণে সপ্তমী।
গরুতে দুধ দেয়। = কর্তৃকারকে সপ্তমী
দম্পতি = জায়া ও পতি (দ্বন্দ্ব সমাস)