সূত্র: জেলা ও দায়রা জজ আদালত, দিনাজপুরের অভ্যন্তরীণ নিয়োগ শাখার স্মারক নম্বর ০৫.০০০. ০০০০. ১২৮. ১৯.০২.২২; তারিখ: ১৫.১১.২০২৪ খ্রি.।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী উপর্যুক্ত বিষয় ও সূত্রের নির্দেশমতে অদ্য ১৫ নভেম্বর, ২০২৪ তারিখ পূর্বাহ্ণে অফিস সহকারী পদে যোগদানপত্র দাখিল করলাম।
এমতাবস্থায়, আমার যোগদানপত্র গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি প্রার্থনা করছি।