বাইনারি সার্চ অ্যালগরিদম (Binary search algorithm) হলো কম্পিউটার সাইন্সের (Computer Science) কিছু ফান্ডামেন্টাল অ্যালগরিদম গুলোর মধ্যে অন্যতম। এই অ্যালগরিদমটি দিয়ে একটি সর্টেড অ্যারেতে (ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট) একটি ইলিমেন্ট আছে কিনা তা সময় এ খুঁজে বের করা যায়।
যখন কতকগুলো রেজিস্টরকে এমনভাবে সংযোগ করা হয় যাতে এদের একপ্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলো আর একটি নির্দিষ্ট বিন্দুতে সংযোগ করা হয়, তখন তাকে প্যারালাল সার্কিট বলে।
মাল্টিপ্রসেসিং , কম্পিউটিং, অপারেশনের একটি মোড যেখানে একটি কম্পিউটারে দুই বা ততোধিক প্রসেসর একই সাথে দুই বা ততোধিক ভিন্ন অংশ প্রক্রিয়া করে প্রোগ্রাম (নির্দেশের সেট)।