586 . দুই সংখ্যার বিয়োগফল ৬৬ এবং তাদের অনুপাত ৭ঃ৫ হলে সংখ্যাদ্বয় কত?
- A. ২৩১,১৬৫
- B. ২২৩,১১৬
- C. ২২২,১২০
- D. ১৯০,১২৪
![]() |
![]() |
![]() |
নিবন্ধন অধিদপ্তর || সাব-রেজিস্টার (26-09-2003)
More
587 . (-৪) এবং (+৩)-এর গুণফলকে (-২) দিয়ে ভাগ দিলে কত হবে?
- A. -৬
- B. +৬
- C. ১/২
- D. ৭/২
![]() |
![]() |
![]() |
শ্রম অধিদপ্তর || শ্রম কর্মকর্তা/জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা (03-10-2003)
More
588 . ৭৬৫ থেকে ৬৫৬ যত কম , কোন সংখ্যা ৮২৫ থেকে ততটুকু বেশি?
- A. ৯৩৩
- B. ৯৩২
- C. ৯৩৪
- D. ৯৩৫
![]() |
![]() |
![]() |
শ্রম অধিদপ্তর || শ্রম কর্মকর্তা/জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা (03-10-2003)
More
589 . ৭/১৩ -এর ৬.১২% =০.৪৩% x x - এর মান কত?
- A. ০.০৭৭
- B. ৭৬৬
- C. ১.৪২
- D. ৭.৬৬
![]() |
![]() |
![]() |
শ্রম অধিদপ্তর || শ্রম কর্মকর্তা/জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা (03-10-2003)
More
590 . সব থেকে ছোট কোন সংখ্যা যেটা ৩,৪,৫ ও ৬ এবং ৭ দিয়ে ভাগ করলে ২ অবশিষ্ট থাকে?
- A. ৪২২
- B. ৮৪২
- C. ২৫২২
- D. ১২৬২
![]() |
![]() |
![]() |
শ্রম অধিদপ্তর || শ্রম কর্মকর্তা/জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা (03-10-2003)
More
591 . রায়হান সাধারণ গণিত ও উচ্চতর গণিতে একত্রে ১৮৫ নম্বর পেয়েছে। সে সাধারণ গণিত অপেক্ষা উচ্চতর গণিতে ৫ নম্বর কম পেয়েছে। প্রত্যেক বিষয়ে তার প্রাপ্ত নম্বর কত?
- A. ১০৫ এবং ৮০
- B. ১০০ এবং ৮৫
- C. ৯৫ এবং ৯০
- D. ১১০ এবং ৭৫
![]() |
![]() |
![]() |
বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় || সহকারী বিস্ফোরক পরিদর্শক (20-02-2003)
More
592 . ১৮০ মিটার লম্বা একটি ট্রেন প্লাটফরমে দাঁড়ানো এক লোককে ৬ সেকেন্ডে অতিক্রম করে । ঘন্টায় ট্রেনটির গতি কত?
- A. ১৮ কিমি.
- B. ৯ কিমি
- C. ১০৮ কিমি
- D. ১.৮ কিমি
![]() |
![]() |
![]() |
গণমাধ্যম ইনস্টিটিউট || সহকারী পরিচালক (বেতার প্রকৌশল প্রশিক্ষণ) (30-12-2003)
More
593 . এক লিটার পানির ওজন হবে
- A. ১০০ গ্রাম
- B. ৫০০ গ্রাম
- C. ১০০০০ গ্রাম
- D. ১০০০ গ্রাম
![]() |
![]() |
![]() |
পররাষ্ট্র মন্ত্রণালয় || প্রশাসনিক কর্মকর্তা (05-03-2004)
More
594 . দুটি সংখ্যার গুনফল ১৫৩৬।সংখ্যা দুটির ল,সা,গু, ৯৬ হলে গ,সা,গু কত?
- A. ১৬
- B. ২৪
- C. ১২
- D. ৩২
![]() |
![]() |
![]() |
প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কার্যালয় || প্রশাসনিক কর্মকর্তা (27-02-2004)
More
595 . একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মুল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মুল্য কত?
- A. ২৪৫ টাকা
- B. ৩০০ টাকা
- C. ৩৪৫ টাকা
- D. ৩৬০ টাকা
![]() |
![]() |
![]() |
১৫ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (19-04-2019)
More
596 . ১০০ গজ লম্বা একটি সড়কের উভয় পার্শ্বে ১৫ ফুট অন্তর বৃক্ষ চারার প্রয়োজন ?
- A. ১২
- B. ২১
- C. ৪০
- D. ৪২
![]() |
![]() |
![]() |
প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কার্যালয় || প্রশাসনিক কর্মকর্তা (27-02-2004)
More
597 . একটি বাশের ১/৫ অংশ লাল, ১/৪ অংশ সবুজ ও ১/৩ অংশ কালো কাগজে আবৃত ও অবশিষ্ট অংশ ৬ মিটার হলে মোট বাশটির দৈর্ঘ্য কত?
- A. ৬০ মিটার
- B. ১২০ মিটার
- C. ১৮০ মিটার
- D. ২৭.৬৯ মিটার
![]() |
![]() |
![]() |
প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ কার্যালয় || প্রশাসনিক কর্মকর্তা (27-02-2004)
More
598 . ১২৫ টি কলম ও ১৪৫ টি পেন্সিল কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
- A. ১০
- B. ১৫
- C. ৫
- D. ২০
![]() |
![]() |
![]() |
নির্বাচন কমিশন সচিবালয় || জেলা নির্বাচন অফিসার/সহকারী সচিব (07-05-2004)
More
599 . কোনটি লঘু অনুপাত ?
- A. ৫ : ৩
- B. ১৫৪ : ৩
- C. ২০ : ২১
- D. কোনোটিই নয়
![]() |
![]() |
![]() |
স্বাস্থ্য অধিদপ্তর || স্বাস্থ্য সহকারী (09-04-2004)
More
600 . শূণ্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে বলা হয়?
- A. মূলদ সংখ্যা
- B. অমূলদ সংখ্যা
- C. স্বাভাবিক সংখ্যা
- D. কোনোটিই নয়
![]() |
![]() |
![]() |
স্বাস্থ্য অধিদপ্তর || স্বাস্থ্য সহকারী (09-04-2004)
More