3946 . 'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি' কোন কবির কবিতা থেকে নেয়া অয়েছে?
- A. রবীন্দ্রনাথ ঠাকুর
- B. মাইকেল মধুসূদন দত্ত
- C. জসীমউদ্দীন
- D. কাজী নজরুল ইসলাম
- E. ভরতচন্দ্র
![]() |
![]() |
![]() |
Sonali- Janata &- Agrani Bank Offier (Cash Recruitment) 22.02.2008
More
3947 . নিচের উদ্ধৃতাংশ কবি শামসুর রাহমানের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? 'পৃথিবীত এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষনার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,'
- A. স্বাধীনতা তুমি
- B. গর্জে উঠো স্বাধীনতা
- C. তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
- D. গুড মর্নিং বাংলাদেশ
![]() |
![]() |
![]() |
বাংলাদেশ সরকারি কর্মকমিশন || বিভিন্ন পদ (19-01-2001)
More
3948 . দেবেন্দ্রনাথ ঠাকুরকে 'মহর্ষি' উপাধি দেন কে?
- A. দ্বারকানাথ ঠাকুর
- B. ব্রিটিশ সরকার
- C. ব্রাক্ষ সমাজ
- D. ব্রাহ্মণ সমাজ
![]() |
![]() |
![]() |
3949 . ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লেখেন?
- A. ব্রজবিলাস
- B. বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এতদ্বিবিষয়ক প্রস্তাব
- C. বহু বিবাহ রহিত হওয়া উচিত কি না এতদ্বিবিষয়ক বিচার
- D. শকুন্তলা
![]() |
![]() |
![]() |
3950 . হরপ্রসাদ শাস্ত্রী কত সালে 'মহামহোপাধ্যায়' উপাধি লাভ করে?
- A. ১৮৯৮ সালে
- B. ১৯১১ সালে
- C. ১৯১৬ সালে
- D. ১৯২৬ সালে
![]() |
![]() |
![]() |
3951 . 'গগনে গরজে মেঘ, ঘন বরষা' ................................. রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা। কবিতার দ্বিতীয় লাইনটি হবে.........
- A. একখানি ছোট ক্ষেত, আমি একেলা-
- B. কাটিতে কাটিতে ধান এল বরষা।
- C. চারিদিকে বাঁকা জল করিছে খেলা
- D. কুলে একা বসে আছি, নাহি ভরসা।
- E. এপারেতে ছোট খেত, আমি একেলা
![]() |
![]() |
![]() |
Bangladesh Bank - Assistant Director - 2008
More
3952 . 'এক বার মনে হইল ফিরিয়া যায় জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি...... নদীবক্ষে ভাসমান পথিকের হৃদয়ে এই তথ্যের উদয় হইল ফিরিয়া ফল কি এই পৃথিবীতে কে কার?'- কার লেখা?
- A. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- C. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- D. রবীন্দ্রনাথ ঠাকুর
![]() |
![]() |
![]() |
3953 . নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ি মুখে সারিগান-লা শরীক আল্লাহ।
- A. কাণ্ডারী হুঁশিয়ার
- B. খেয়াপারের তরনী
- C. সিন্ধুঃ প্রথম তরঙ্গ
- D. সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ
![]() |
![]() |
![]() |
3954 . 'ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারি লাগিয়া।' -- লেখাটি কার?
- A. মোহিতলাল মজুমদার
- B. দীননাথ সেন
- C. রবীন্দ্রনাথ ঠাকুর
- D. কাজী নজরুল ইসলাম
![]() |
![]() |
![]() |
3955 . দীনেশ্চন্দ্র সেনকে 'রায়বাহাদুর' উপাধিতে ভূষিত করেন কে?
- A. ভারত সরকার
- B. কলকাতা বিশ্ববিদ্যালয়
- C. বঙ্গীয় সাহিত্য পরিষদ
- D. সংস্কৃত কলেজ
![]() |
![]() |
![]() |
3956 . "যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে"। উক্তিটি কোনটির অন্তর্গত?
- A. বিলাসী
- B. হৈমন্তী
- C. অর্ধাঙ্গিনী
- D. বৈকালী
- E. সৌদামিনী মালো
![]() |
![]() |
![]() |
Bangladesh Bank - Assistant Director - 2008
More
3957 . "এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।" কবিতার পরের কোন লাইনটি সঠিক?
- A. এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
- B. পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
- C. দাদি যে তাওমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে।
- D. আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হায়,
- E. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
![]() |
![]() |
![]() |
Bangladesh Bank - Assistant Director - 2008
More
3958 . কোন লেখক ব্যাক্তিগত রচনাগুলো 'রৈবতক' ছদ্মনামে লিখতেন?
- A. অজিত দত্ত
- B. অজিতকুমার গুহ
- C. অজিতকুমার চক্রবর্তী
- D. অতীশ দীপঙ্কর
![]() |
![]() |
![]() |
3959 . 'শান্তিপুরের কবি' বলা হয় কাকে?
- A. বিহারীলাল চক্রবর্তীকে
- B. মোজাম্মেল হককে
- C. রবীন্দ্রনাথ ঠাকুরকে
- D. স্বর্ণকুমারী দেবীকে
![]() |
![]() |
![]() |
3960 . 'পাঠকের মৃত্যু' রচয়িতা বনফুলের প্রকৃত নাম---
- A. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- B. তারাশঙ্কর বন্দোপাধ্যায়
- C. বুদ্ধদেব বসু
- D. বলাইচাঁদ মুখোপাধ্যায়
![]() |
![]() |
![]() |
2017 - বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) - 19.06.2017
More