406 . নৈতিক অবধারণের মূলভিত্তি হলো-
- A. রাষ্ট্র
- B. ব্যক্তি
- C. সমাজ
- D. নৈতিকতা
![]() |
![]() |
![]() |
407 . আইনের শাসনকে শক্তিশালী করে গড়ে তোলে—
- A. গণতান্ত্রিক মূল্যবোধ
- B. ন্যায়বোধ
- C. সামাজিক ঐক্যবোধ
- D. ক ও গ
![]() |
![]() |
![]() |
408 . সমাজ ও জাতীয় আদর্শ গঠনে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের গুরুত্ব কী?
- A. নৈতিকতার শিক্ষা দান করে
- B. মন্দকে ত্যাগ ও ভালোকে গ্রহণের শিক্ষা
- C. স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে
- D. সবগুলোই
![]() |
![]() |
![]() |
409 . সামাজিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করে কোনটি?
- A. মূল্যবোধের শিক্ষা
- B. সুশাসন
- C. গণতন্ত্র
- D. ক ও খ
![]() |
![]() |
![]() |
410 . ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক অধিকার রক্ষায় কাজ করে—
- A. সুশাসন
- B. রাজনৈতিক শাসন
- C. সম্মোহনী নেতা
- D. সবগুলোই
![]() |
![]() |
![]() |
411 . সুশাসন অর্থে ‘মৌলিক মানবাধিকার' রক্ষা করা বোঝায় নিচের কোন দেশগুলোতে?
- A. অস্ট্রেলিয়া
- B. ডেনমার্ক
- C. নেদারল্যান্ড
- D. সবগুলোই
![]() |
![]() |
![]() |
412 . ৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পুলিশ ক্যাডার হয়ে x বাড়ি-গাড়ি করার স্বপ্নে বিভোর । এর মাধ্যমে প্রকাশ পেয়েছে—
- A. মূল্যবোধ শিক্ষার অভাব
- B. সুশাসনের অভাব
- C. ধর্মীয় শিক্ষার অভাব
- D. পারিবারিক শিক্ষার অভাব
![]() |
![]() |
![]() |
413 . আফছার উদ্দিন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হয়ে প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা প্রভৃতি নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ- এর মাধ্যমে কোন দিকটির গুরুত্ব ফুটে উঠেছে?
- A. মূল্যবোধের শিক্ষা
- B. সুশাসন
- C. আইনের শাসন
- D. ধর্মীয় শিক্ষা
![]() |
![]() |
![]() |
414 . নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির ছাত্রী শাহমিনা আক্তার ক্লাসের দিকে যাচ্ছিল, এমন সময় সে লক্ষ করল কিছু বখাটে ছাত্র তার ডিপার্টমেন্টের স্যারকে পরীক্ষার খাতায় নম্বর কম দেওয়ার কারণে অপমান করছে। -এমতাবস্থায় সে তাদের গিয়ে বলল, 'তোমরা যা করছ তা অন্যায় ও নৈতিকতা বর্জিত কাজ।' শাহমিনার এ উক্তির মধ্য দিয়ে গুরুত্ব প্রকাশ পেয়েছে—
- A. আইনের শাসন
- B. মূল্যবোধের শিক্ষা
- C. সুশাসন
- D. কোনোটিই নয়
![]() |
![]() |
![]() |
415 . ছাত্র-ছাত্রীদের দেশের উন্নয়নের জন্য ভালো করে পড়াশুনা করা, নকল না করা, সহিংস রাজনীতি পরিহার করা, বড় হয়ে দেশের সেবার নিজেকে নিয়োজিত করার পরামর্শ দিলেন রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক সানোয়ার হোসেন। এর মাধ্যমে নিচের কোন দিকটির উপর গুরুত্বারোপ করা হয়েছে ?
- A. মুলাবোধের শিক্ষা
- B. সুশাসন
- C. নৈতিকতা
- D. সবগুলোই
![]() |
![]() |
![]() |
416 . শওকত আজিজ অফিস প্রধান হিসেবে তার অধঃস্তন কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত ও কাজে আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, 'আপনারা এর ব্যত্যয় ঘটালে আমরা অচিরেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব।' এর মাধ্যমে গুরুত্বরোপ করা হয়েছে—
- A. মূল্যবোধের শিক্ষা
- B. নৈতিকতার শিক্ষা
- C. সুশাসন
- D. ক ও খ
![]() |
![]() |
![]() |
417 . সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব কী?
- A. সামাজিক জীবনের বিকাশ
- B. জাতীয় উন্নতি ত্বরান্বিত
- C. দেশাত্মবোধ জাগ্রত করা
- D. সবগুলোই
![]() |
![]() |
![]() |
418 . মি. 'X' ঢাকা শহরের বাড়ির মালিক হিসেবে নিয়মিত বাড়ি ভাড়া এবং বছর বছর বাড়তি ভাড়া আদায় করলেও ভাড়াটিয়াদের নিয়মিত পানি দেওয়া, ভালো ব্যবহার করা ও অন্যান্য প্রাপ্য সুবিধা দিতে বেশ কার্পণ্যবোধ করেন। ভাড়াটিয়াদের মতে, কোন বিষয়ের উপর গুরুত্বারোপ করলে বাড়িওয়ালার এ মানসিকতা পরিবর্তন করা সম্ভব?
- A. মূল্যবোধ
- B. শিক্ষা
- C. সুশাসন
- D. সবগুলোই
![]() |
![]() |
![]() |
419 . মূল্যবোধ শিক্ষার গুরুত্ব বেশি কেনো?
- A. সুশাসন প্রতিষ্ঠা
- B. নৈতিক অবক্ষয় রোধ
- C. ঘুষ ও দুর্নীতি রোধ
- D. সবগুলোই
![]() |
![]() |
![]() |
420 . সুশাসন প্রতিষ্ঠায় কোনটির ভূমিকা ব্যাপক?
- A. মূল্যবোধ
- B. নাগরিক
- C. ধর্ম
- D. সংস্কৃতি
![]() |
![]() |
![]() |