গুরুজনে কর নতি। = সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি।
Data added successfully.
গুরুজনে কর নতি। = সম্প্রদানে ৭মী
গৃহহীন চিরদিন থাকে পরাধীন। = কর্তৃকারকে শূন্য
গৃহোর্ধ্ব = গৃহ + ঊর্ধ্ব
দুহিতা
গো-বৈদ্য = হাতুড়ে নাইম একজন গো-বৈদ্য লোক।
গোঁফ খেজুরে = গোঁফে খেজুর যার। (ব্যধিকরণ বহুব্রীহি)
গোঁফখেজুরে = গোঁফে খেজুর যার- বহুব্রীহি
গোপন করার ইচ্ছা - জুগুপ্সা
গোল করে পাকানো = ভুল করা
গৌরচন্দ্রিকা (ভূমিকা/সূচনা) - ছেলেটা সবসময় গৌরচন্দ্রিকায় ভুল করে।
বাংলা ভাষা গৌড়ী অপভ্রংশ থেকে তৈরি হইছে যার পূর্বসূরি হলো "পালি" ভাষা,অতএব বাংলা ভাষা ভ্রূণাবস্থায় পালির উপভাষা এবং নিষেকাবস্থায় পালি ছিলো এটা নিশ্চিতভাবে বলা যায়,সংস্কৃত কখনোই না।সংস্কৃত থেকে কোনোভাবেই বাংলার উৎপত্তি সম্ভব না।
গ্রাম্য = শহুরে
ঘরজামাই = ঘরে আশ্রিত জামাই (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
ঘরের অভাব যার = হা-ঘর