16 . ২০২৩ সালের ১ জানুয়ারি দেনাদার হিসাবের জের ছিল ৪৯,০০০ টাকা। জানুয়ারি মাসের নগদান বহির সারসংক্ষেপ থেকে প্রতীয়মান হয় যে উক্ত মাসে সেনাদারদের নিকট হতে ৪২,০০০ টাকা আদায় করা হয়। ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে দেনাদারের জো ছিল ১০,০০০ টাকা। ঐ মাসে ৪০০০ টা কু ঋন - অবলোপন করা হয়। ঐ মাসে নগদ বিক্রয়ের পরিমাণ ছিল ১৭,০০০ টাকা। জানুয়ারি মাসে মোট বিক্রয় কত ছিল?
- A. ১,০৯,০০০ টাকা
- B. ১,০৪,০০০ টাকা
- C. ১,৪৭,৪০০ টাকা
- D. ৯৬, ০০০ টাকা
![]() |
![]() |
![]() |
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা :(ব্যবসা শিক্ষা ইউনিট) ২০২২-২৩ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2023
More
17 . ২০২৩ সালে কোম্পানির সম্পদ ৭০,০০০ টাকা কমেছে এবং দায় ১,০০,০০০ কমেছে। কোম্পানির মালিকানা স্বত্ব কত? (In 2023, asset of the company decreased Tk. 70,000 and liability decreased Tk.1,00,000. What will be the owner's equityn)
- A. ৩০,০০০ টাকা বাড়বে (Tk. 30,000 increase)
- B. ৩০,০০০ টাকা কমবে (Tk.30,000 decrease)
- C. ১,৩০,০০০ টাকা কমবে (Tk. 1,30,000 decrease)
- D. ১,৩০,০০০ টাকা বাড়বে (Tk. 1,30,000 increase)
![]() |
![]() |
![]() |
আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা || গার্হস্থ্য অর্থনীতি ইউনিট (25-05-2024) ২০২৩-২০২৪ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2024
More
18 . ২০২০ সালে রাসনা কোম্পানির সম্পত্তি ৭০,০০০ টাকা কমেছে এবং দায় ১০০,০০০ টাকা বেড়েছে। ফলশ্রুতিতে মালিকানা স্বত্ব ___।
- A. ১,৭০,০০০ টাকা বেড়েছে
- B. ১,৭০,০০০ টাকা কমেছে
- C. ৩০,০০০ টাকা বেড়েছে
- D. ৩০,০০০ টাকা কমেছে
![]() |
![]() |
![]() |
গ ইউনিট ২০২০-২০২১ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2020
More
19 . ২০২০ সালে রাসনা কোম্পানির সম্পত্তি ৭০,০০০ টাকা কমেছে এবং দায় ১০০,০০০ টাকা বেড়েছে। ফলশ্রুতিতে মালিকানা স্বত্ব ___। (During 2020 Rashna Company's assets decreased by Tk. 70,000 and liabilities increased by Tk. 1,00,000. Its owners' equity, therefore ____.)
- A. ১,৭০,০০০ টাকা বেড়েছে (increased by Tk 1,70,000)
- B. ১,৭০,০০০ টাকা কমেছে (decreased by Tk 1,70,000)
- C. ৩০,০০০ টাকা বেড়েছে (increased by tk 30,000)
- D. ৩০,০০০ টাকা কমেছে (decreased by Tk. 30,000)
![]() |
![]() |
![]() |
20 . ২০২০ সালে নিট মুনাফার পরিমাণ ১,৫০,০০০ টাকা এবং কর হার ৩৫% হলে, করপূর্ব মুনাফা কত?
- A. ৯৭,৫০০ টাকা
- B. ১,৩০,৫৬৯ টাকা
- C. ২,০২,৫০০ টাকা
- D. ২,৩০,৭৬৯ টাকা
![]() |
![]() |
![]() |
C Unit : 2020-2021 || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2020
More
21 . ২০১৮ সালে XYZ Company-এর সম্পদ হ্রাস পেল ৫০,০০০ টাকা, এবং দায় হ্রাস পেল ৯০,০০০ টাকা। তাহলে কোম্পানির Owner's equity-তে কী পরিবর্তন আসবে?
- A. ৪০,০০০ টাকা বৃদ্ধি পাবে
- B. ৪০,০০০ টাকা হ্রাস পাবে
- C. ১,৪০,০০০ টাকা হ্রাস পাবে
- D. ১,৪০,০০০ টাকা বৃদ্ধি পাবে
![]() |
![]() |
![]() |
C Unit : 2020-2021 || গুচ্ছ বিশ্ববিদ্যালয়(GST) || 2020
More
22 . ২০১৬সালের ৩১শে ডিসেম্বর তারিখে দেনাদদার পরিমান ৭০,০০০ টাকা,উক্ত বছরের কুঋন ছিল ৫,০০০ টাকা,দেনাদারের উপড় ৫% কুঋন সঞ্জিতি এবং ২% বাট্টা সঞ্চিতি ধার্য করা হলে বাট্টা সঞ্চিতিরি পরিমান কত ?
- A. ১৩৩০ টাকা
- B. ১২৩০ টাকা
- C. ২৩৩০ টাকা
- D. ১৩০০ টাকা
![]() |
![]() |
![]() |
23 . ২০১৫ সালে চালের কেজি ছিলো ৩৫ টাকা। ২০১৯ সালে চালের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০ টাকা, মুদ্রাস্ফিতির হার কত?
- A. ১২.৫০%
- B. ১২.২৯%
- C. ১৪.২৯%
- D. ১৫.৫০%
![]() |
![]() |
![]() |
24 . ২০১৫ সারের ১ জানুয়ারি তারিকে বেঙ্গল ফুডস লিমিটেডের দেনাদারের পরিমাণ ছিল। ২৫০৯,০০ টাকা এবং কুঋণ সঞ্চিতির জের ছিল ১০,০০০ টাকা। সারা বছল নিট ধারে বিক্রয়ের পরিমাণ ছিল ৫০০,০০০ টাকা এবং দেনাদারের কাছ থেকে আদায় করা ৪৩০,০০০ টাকা। উক্ত বছরে কুঋন বাবদ অবলোপন করা হয় ২০,০০০ টাকা। বছল শেষে সমাপনী দেনাদারের উপর ৫% কুঋণ সঞ্চিতি ধার্য করা হলে কুঋস সিঞ্চতর সমাপনী জের কত হবে?
- A. ৫,০০০ টাকা
- B. ১৫,০০০ টাকা
- C. ১৬০০০ টাকা
- D. ২৫,০০০টাকা
- E. ২৬০০০০ টাকা
![]() |
![]() |
![]() |
গ ইউনিট ২০১৬-২০১৭ || ঢাকা বিশ্ববিদ্যালয় || 2016
More
25 . ২০১৪ সালের বৈশ্বিক ব্যবসায়িক সক্ষমতা সুচকে বাংলাদেশের অবস্থান করতে ?
- A. ১১৪ তম
- B. ১১৫ তম
- C. ১১৬ তম
- D. ১১৭ তম
![]() |
![]() |
![]() |
১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (12-06-2015)
More
![]() |
![]() |
![]() |
27 . ২০০৯ সালে ৩১ শে ডিসেম্বর দেনাদার এবং সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ৬,০০০ টাকা (ক্রেডিট জের) । ২০০৯ সালে কুঋণের পরিমাণ দাঁড়ায় ৪,০০০ টাকা । সন্দেহজনক ঋণের জন্য ৫% হারে সঞ্চিতি রাখতে হবে। কু -ঋণ সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ হবে-
- A. ৯,৫০০ টাকা
- B. ৩,৫০০ টাকা
- C. ৫,৫০০ টাকা
- D. ৭,৫০০ টাকা
![]() |
![]() |
![]() |
D ইউনিট : 2010-2011 || রাজশাহী বিশ্ববিদ্যালয় || 2010
More
28 . ২০০৯ সনের ১ লা জানুয়ারী দেনাদার হিসাবের জের ছিল ৪৯,০০০ টাকা । উক্ত মাসের নগদান বহির সারসংক্ষেপ দেখানো হয় যে উক্ত মাসে দেনাদারদের নিকট হতে ৪২,০০০ টাকা আদায় করা হয়। ৩১ শে জানুয়ারী ২০০৯ তারিকের জের ছিল ৯০,০০০ টাকা। সে মাসে ৪,০০০ টাকা কৃঋণ অবলোপন করা হয় ও ১১,৪০০ টাকার বিল দেনাদার কর্তৃক গৃহীত হয়। নগদ বিক্রয়ের পরিমাণ উক্ত মাসে ছিল ১৭,০০০ টাকা। উক্ত মাসের মোট বিক্রয় কত?
- A. ৭৩,০০০ টাকা
- B. ১,১৫,৪০০ টাকা
- C. ৪১,০০০ টাকা
- D. ৫৮,০০০ টাকা
![]() |
![]() |
![]() |
C ইউনিট : 2009-2010 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2009
More
29 . ২০০৮ সালের ৩১ শে ডিসেম্বর একটি কোম্পানীর নীট কার্যকরী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। ঐ তারিখের চলতি অনুপাত যদি ৫:৩ হয়, তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ কত ছিল?
- A. ৩,১৫,০০০ টাকা
- B. ১,৮৯,০০০ টাকা
- C. ৩,১২,০০০ টাকা
- D. ১,৫৭,৫০০ টাকা
![]() |
![]() |
![]() |
C ইউনিট : 2009-2010 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2009
More
30 . ২০০৫ সালের ৩১ ডিসেম্বর ব্লুবার্ড কোম্পানির নিট কার্যকরী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। ঐ তারিখের চলতি অনুপাত যদি ৫: ৩ হয়, তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ ক
- A. টাঃ ৩,১৫,০০০
- B. টাঃ ১,৮৯,০০০
- C. টাঃ ৩১,৫০০
- D. টাঃ ১৫৭,৫০০
![]() |
![]() |
![]() |
C ইউনিট : 2005-2006 || জগন্নাথ বিশ্ববিদ্যালয় || 2005
More