1 . ন্যায় হচ্ছে শক্তিমানের স্বার্থ। ন্যায় অন্যায় ইত্যাদির নীতিবাচক শব্দ শক্তিমান অর্থাৎ শাসকের তৈরি। তাদের যা স্বার্থবহ তাকেই তারা ন্যায় বলে শাসিতের ওপর জবরদস্তিমূলকভাবে আরােপ করে। শাসিতের যে কাজ তাদের স্বার্থের পরিপন্থী। তাকে শক্তিমান শাসক অন্যায় বলে। এই অনুচ্ছেদটিতে কোন বাক্যটি সিদ্ধান্ত?
- A. ন্যায় হচ্ছে শক্তিমানদের স্বার্থ
- B. 'ন্যায়’ ‘অন্যায়' ইত্যাদি নীতিবাচক শব্দ শক্তিমান অর্থাৎ শাসকের তৈরি
- C. তাদের (শাসকের) যা স্বার্থবহ তাকেই তারা ন্যায় বলে শাসিতের ওপর জবরদস্তিমূলকভাবে আরােপ করে
- D. শাসিতের যে কাজ তাদের স্বার্থের পরিপন্থী তাকে শক্তিমান শাসক অন্যায় বলে
![]() |
![]() |
![]() |
![]() |
প্রিমিয়াম প্ল্যান: ১ মাস
99 ৳
৩০ দিনের জন্য সকল লাইভ এবং আর্কাইভ মডেল টেস্ট, প্রশ্ন ব্যাংক ও লেকচার শিট সহ অ্যাপ এর প্রিমিয়াম সব এক্সেস পাবেন।