Discuss Forum
1. Leaving no one behind’-কোনটির মূলনীতি?
- A. এমডিজি
- B. এমডিজি
- C. এমডিজি
- D. এমডিজি
Answer: Option D
Explanation:
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) ধারাবাহিকতায়, ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) গ্রহণ করা হয়।
- এসডিজির মূলনীতি হলো: "Leaving no one behind," অর্থাৎ কাউকে পেছনে ফেলে না রাখা।
- এসডিজিতে ১৭টি প্রধান লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করা হয়েছে.
- যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য লক্ষ্যস্থির করা হয়।
- এর মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত।
- এসডিজির বাস্তবায়ন শুরু হয় ১ জানুয়ারি, ২০১৬ সালে এবং এটি শেষ হবে ৩১ ডিসেম্বর, ২০৩০ সালে।
এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
Post your comments here: